ঘাসফুল

জ্যোতিরিন্দ্র মৈত্র

আমরা ঘাসের ছোট ছোট ফুল

হাওয়াতে দোলাই মাথা, 

তুলো না মোদের দলো না পায়ে 

ছিঁড় না নরম পাতা।

শুধু দেখ আর খুশি হও মনে 

সূর্যের সাথে হাসির কিরণে 

কেমন আমরা হেসে উঠি আর 

দুলে দুলে নাড়ি মাথা।

ধরার বুকে স্নেহ-কণাগুলি 

ঘাস হয়ে ফুটে ওঠে। 

মোরা তারই লাল নীল সাদা হাসি 

রূপকথা নীল আকাশের বাঁশি- 

শুনি আর দুলি বাতাসে 

যখন তারারা ফোটে।