একদা এক শহরে এক দয়ালু দর্জি বাস করতো। প্রায়ই সে একটি হাতিকে খাবার খেতে দিতো। একদিন হাতিটি খাবারের জন্য দর্জির কাছে আসলো।
দেখলো, দর্জি এক কাস্টমারের সাথে কথা বলছে। মতের অমিল হওয়ায় কাস্টমার-এর সাথে ঝগড়া শুরু হলো দর্জির।
ঝগড়ার এক পর্যায়ে দর্জি অতিরিক্ত রেগে গেলো এবং দূর্ঘটনাবশত দর্জির হাতে থাকা সুঁইয়ে হাতির শুঁড়ে গুঁতা লাগলো।
আচমকা গুঁতা লাগায় বেশ ব্যথা পেলো হাতি। মন খারাপ করে সে নদীর পাড়ে গেলো এবং সেখান থেকে কাঁদা পানি এনে দর্জির গায়ে ছিটালো।
সেই কাঁদা পানিতে দর্জির গা তো নোংরা হলোই, সেইসাথে দর্জিবাড়িতে থাকা কিছু নতুন পোশাকও নষ্ট হয়ে গেলো।
দর্জি নিজের ভুল বুঝতে পারলো এবং হাতির কাছে ক্ষমা চাইলো।
শিক্ষা: রাগ ক্ষতির কারণ হতে পারে