You are currently viewing blog-single.phpএকটি খরগোশ ও একটি কচ্ছপের গল্প

একটি খরগোশ ও একটি কচ্ছপের গল্প

একদিন এক খরগোশ এক কচ্ছপকে বললো, “চলো দৌড় প্রতিযোগিতা করি। দেখি, কে কত জোড়ে দৌড়াতে পারে।” কচ্ছপ রাজি হলো।

দৌড় প্রতিযোগীতা দেখার জন্য বনের সকল প্রাণীকে ডাকা হলো। শুরু হলো দৌড় প্রতিযোগীতা। দৌড়াতে দৌড়াতে অনেক দূরে চলে গেলো খরগোশ।

গন্তব্যের কাছাকাছি গিয়ে সে পিছে ঘুরে দেখলো, কচ্ছপ অনেক পিছে পড়ে গেছে। এতই পিছে যে তাকে দেখাই যাচ্ছে না।

খরগোশ ভাবলো, কচ্ছপ আমার কাছাকাছি আসতে আসতে আমি একটু বিশ্রাম নিয়ে নেই। বিশ্রাম নিতে নিতে ঘুমিয়ে পড়লো সে।

এদিকে কচ্ছপ ধীরে গতিতে হাঁটতে হাঁটতে গন্তব্যে পৌঁছে গেলো। সকলের তালির আওয়াজে ঘুম ভাঙলো খরগোশের।

চোখ খুলে দেখলো, কচ্ছপ জয় লাভ করেছে।

শিক্ষা: ধীর ও স্থির হলে যেকোনো কাজে জয় লাভ করা যায়