You are currently viewing blog-single.phpএক টুপি বিক্রেতা ও বানর দল

এক টুপি বিক্রেতা ও বানর দল

একদিন এক টুপি বিক্রেতা টুপি বিক্রি করতে করতে ক্লান্ত হয়ে পড়লো। সামনেই একটি বড় গাছ দেখতে পেলো সে।

মাথা থেকে টুপির ঝুড়ি নামিয়ে গাছের নিচে ঘুমিয়ে পড়লো টুপি বিক্রেতা। সেই গাছে বসবাস করতো একদল বানর। 

বানরগুলো টুপি বিক্রেতার ঝুড়ি থেকে সব টুপি নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিলো। ঘুম ভেঙ্গে টুপি বিক্রেতা দেখলো, তার ঝুড়িতে কোনো টুপি নেয়।

টুপি খুঁজতে খুঁজতে সে উপরে তাকালো, দেখলো তার টুপিগুলো বানর দল ভাগাভাগি করে পরে আছে। টুপি বিক্রেতা তাদেরকে ধমক দিয়ে বললো, “আমার টুপিগুলো ফিরিয়ে দাও।”

কিন্তু বানর দল তার কোনো কথা শুনলো না। উল্টা তাকে অনুকরণ করতে শুরু করলো। টুপি বিক্রেতা বেশ চিন্তিত হয়ে পড়লো।

টুপিগুলো কীভাবে ফিরিয়ে আনা যায় তা ভাবতে লাগলো টুপি বিক্রেতা। তার মাথায় হঠাৎ একটি বুদ্ধি আসলো। টুপি বিক্রেতা নিজের মাথার টুপিটি খুলে মাটিতে ছুঁড়ে ফেললো।

এবারো বানর দল তাকে অনুকরণ করলো। তারাও নিজেদের মাথার টুপি খুলে মাটিতে ছুঁড়ে ফেললো। টুপি বিক্রেতা দ্রুত টুপিগুলো কুড়িয়ে তার ঝুড়িতে ভরলো এবং খুশি মনে বাসায় ফিরে গেলো।

শিক্ষা: বুদ্ধি থাকলে উপায় হয়