গ্রীষ্মের দুপুরে

ফজলুর রহমান

ঘাম ঝরে

দরদর

          গ্রীষ্মের দুপুরে

খাল বিল

চৌচির,

          জল নেই পুকুরে।

মাঠে ঘাটে

লোক নেই,

          খাঁ খাঁ করে রোদ্দুর।

পিপাসায়

পথিকের

          ছাতি কাঁপে দুদ্দুর।

রোদ যেন

নয়, শুধু

          গনগনে ফুলকি।

আগুনের

ঘোড়া যেন

          ছুটে চলে দুলকি।

ঝাঁঝ মাখা

হাওয়া এসে

          ডালে দেয় ঝাপটা!

পাতা নড়ে

ফুল পড়ে

          বাপরে কি দাপটা!

বিল ধারে

চিল বসে’

          ঘন ঘন ডাকে রে।

মাঝি বসে

ঢুল খায়

          খেয়াঘাট বাঁকে রে।