একদা এক বনে কোনো সিংহ ছিলো না। তাই পাশের বন থেকে এক সিংহ সেই বনে পাড়ি জমালো।
বনে সিংহ আসায় খুশি হতে পারলো না অন্য প্রাণীরা। কেননা সিংহটি প্রতিদিন কোনো না কোনো প্রাণীকে খেয়ে ফেলতো।
একদিন বনের সবাই এই সমস্যার সমাধান খোঁজার জন্য একত্রিত হলো। মিটিং শুরু হলো। মিটিং-এ হাতি বললো, “আজকে সিংহ যখন শিকারে বের হবে, আমরা সবাই একসাথে চিৎকার করে প্রতিবাদ করবো।”
হাতির কথামতো সিংহ যখন শিকারের উদ্দেশ্যে বাসা থেকে বের হলো, সকল প্রাণী একসাথে প্রতিবাদ করে উঠলো।
সকল প্রাণীর একত্রিত চিৎকারে ভয় পেলো সিংহ। এরপর সে আর কোনোদিন বনের প্রাণী শিকার করলো না এবং ধীরে ধীরে সকলের বন্ধু হয়ে উঠলো।
শিক্ষা: সকলে মিলে কাজ করলে জয় আসবেই