পারিব না

পারিব না এ কথাটি বলিও না আর
কেন পারিবে না তাহা ভাব এক বার,
পাঁচ জনে পারে যাহা,
তুমিও পারিবে তাহা,
পার কি না পার কর যতন আবার
এক বারে না পারিলে দেখ শত বার৷
পারিব না বলে মুখ করিও না ভার,
ও কথাটি মুখে যেন না শুনি তোমার,
অলস অবোধ যারা
কিছুই পারে না তারা,
তোমায় তো দেখি না ক তাদের আকার
তবে কেন পারিব না বল বার বার?
জলে না নামিলে কেহ শিখে না সাঁতার
হাঁটিতে শিখে না কেহ না খেয়ে আছাড়,
সাঁতার শিখিতে হলে
আগে তবে নাম জলে,
আছাড়ে করিয়া হেলা, হাঁট বার বার
পারিব বলিয়া সুখে হও আগুসার৷

কালীপ্রসন্ন ঘোষের (১৮৪৩-১৯১০) কবিতা “পারিব না” মানুষের আত্মবিশ্বাস, অধ্যবসায় এবং চেষ্টার শক্তিকে উদযাপন করে। কবি পাঠকদের পরামর্শ দেন যে, জীবনের চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হতে কখনোই ‘পারিব না’ বলা উচিত নয়। তিনি বিশ্বাস করেন, পাঁচ জন যদি কোনো কাজ করতে পারে, তবে আমরাও তা পারি।

কবি উদাহরণ দিয়ে দেখিয়েছেন, সাঁতার শেখার জন্য জলে নামতে হয়, হাঁটতে শিখতে গেলে পড়ে যাওয়া স্বাভাবিক। তাই বারবার চেষ্টা করাই সাফল্যের চাবিকাঠি। অলস এবং অক্ষম মানুষই কাজ করতে পারে না। কিন্তু যারা আত্মবিশ্বাসী এবং চেষ্টা করতে রাজি, তারা অবশ্যই সফল হবে।

এই কবিতা জীবনের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি এবং আত্মোন্নতির এক অনুপ্রেরণামূলক বার্তা বহন করে।