আষাঢ়

নীল নবঘনে আষাঢ়গগনে তিল ঠাঁই আর নাহি রে।ওগো, আজ তোরা যাস নে ঘরের বাহিরে।বাদলের ধারা ঝরে ঝরঝর,আউশের ক্ষেত জলে ভরভর,কালি-মাখা মেঘে ও পারে আঁধার ঘনিছে দেখ্ চাহি রে।ওগো, আজ তোরা…

ঘাসফুল

আমরা ঘাসের ছোট ছোট ফুলহাওয়াতে দোলাই মাথা, তুলো না মোদের দলো না পায়ে ছিঁড় না নরম পাতা।শুধু দেখ আর খুশি হও মনে সূর্যের সাথে হাসির কিরণে কেমন আমরা হেসে উঠি আর দুলে দুলে নাড়ি মাথা।ধরার…