খোকার শিকার

খোকা যাবে শিকার করতেদূর গাঁয়ের বনে,লাল জুতা লাল মোজাদিলেন বাবা কিনে।কী মারবে— কী করবেঅতটুকু ছেলে?ব্যাঙ মারবে ছুঁতো মারবেসামনে ধরে দিলে।

খোকার ছড়া

ঊষা হলো খোকা বলে,দাও না মাগো সেঁজে।পাঠশালায় যায় সাথীরা সব,আমায় বুঝি রেখে।ঘুমের ঘোরে খোকা বলে দাওনামাগো সেঁজে,মুচকি হেসে মায়ে বলে পাগলআমার ছেলে।

ওখানে কে রে?

ওখানে কে রে?আমি খোকা।মাথায় কী রে?আমের ঝাঁকা।খাসনে কেন রে?দাঁতে পোকা।বিলুস নে কেন রে?ওরে বাবা!