পণ
এই করিনু পণ,মোরা এই করিনু পণ।ফুলের মত গড়বো মোরা,মোদের এ জীবন।হাসব মোরা সহজ সুখে,সুবাস রবে লুকিয়ে বুকে,মোদের কাছে এলে সবার,জুড়িয়ে যাবে মন।
এই করিনু পণ,মোরা এই করিনু পণ।ফুলের মত গড়বো মোরা,মোদের এ জীবন।হাসব মোরা সহজ সুখে,সুবাস রবে লুকিয়ে বুকে,মোদের কাছে এলে সবার,জুড়িয়ে যাবে মন।
পল্লি-মায়ের বুক ছেড়ে আজ যাচ্ছি চলে প্রবাস-পথেমুক্ত মাঠের মধ্য দিয়ে জোর-ছুটানো বাষ্প-রথে।উদাস হৃদয় তাকায়ে রয় মায়ের শ্যামল মুখের পানে,বিদায়বেলায় বিয়োগ-ব্যথা অশ্রু আনে দুই নয়ানে।স্নেহময়ী রূপ ধরে মা দাঁড়িয়ে আছে মাঠের…