তিন কন্যা
বৃষ্টি পড়ে টাপুর টুপুরনদে এলো বান,শিব ঠাকুরের বিয়ে হলোতিন কন্যা দান।এক কন্যা রাঁধেন বাড়েন,এক কন্যা খান,আরেক কন্যা গোস্সা করেবাপের বাড়ি যান।
বৃষ্টি পড়ে টাপুর টুপুরনদে এলো বান,শিব ঠাকুরের বিয়ে হলোতিন কন্যা দান।এক কন্যা রাঁধেন বাড়েন,এক কন্যা খান,আরেক কন্যা গোস্সা করেবাপের বাড়ি যান।
গোল করোনা গোল করোনা,ছোটন ঘুমায় খাটে।এই ঘুমকে কিনতে হলো,নওয়াব বাড়ির হাটে।সোনা নয় রূপা নয়,দিলাম মোতির মালা।তাই তো ছোটন ঘুমিয়ে আছে,ঘর করে উজালা।
আয় আয় চাঁদ মামাটিপ দিয়ে যা,চাঁদের কপালে চাঁদটিপ দিয়ে যা।ধান ভানলে কুঁড়ো দেবমাছ কাটলে মুড়ো দেবকালো গাইয়ের দুধ দেবদুধ খাবার বাটি দেবচাঁদের কপালে চাঁদটিপ দিয়ে যা।
আম পাতা জোড়া জোড়ামারবো চাবুক চড়বো ঘোড়া।ওরে বুবু সরে দাঁড়াআসছে আমার পাগলা ঘোড়া।পাগলা ঘোড়া ক্ষেপেছেচাবুক ছুঁড়ে মেরেছে।
আগডুম বাগডুম ঘোড়াডুম সাজেঢাক ঢোল ঝাঁজর বাজে।বাজতে বাজতে চললো ঢুলিঢুলি গেলো কমলাফুলি।কমলাফুলির টিয়েটাসূর্য্যিমামার বিয়েটা।
নোটন নোটন পায়রাগুলিঝোটন বেঁধেছে,ওপারেতে ছেলেমেয়েনাইতে নেমেছে।দুই ধারে দুই রুই কাতলাভেসে উঠেছে,কে দেখেছে কে দেখেছেদাদু দেখেছেদাদুর হাতে কলম ছিলছুঁড়ে মেরেছেউঃ বড্ড লেগেছে।
বাক বাকুম পায়রামাথায় দিয়ে টায়রাবউ সাজবে কাল কিচড়বে সোনার পালকি।