প্রভাতী

ভোর হলো দোর খোলো          খুকুমণি ওঠ রে!ঐ ডাকে যুঁই-শাখে          ফুল-খুকি ছোটরে!রবি মামা দেয় হামা          গায়ে রাঙা জামা ঐ,দারোয়ান গায় গান          শোন ঐ, রামা হৈ!’ত্যাজি নীড় করে ভিড়          ওড়ে পাখি আকাশে,এন্তার গান তার          ভাসে ভোর বাতাসে।চুলবুল বুলবুল         শিস্…

ওদের জন্য মমতা

এই যে মায়ের অনাদরে ক্লিষ্ট শিশুগুলি,পরনে নেই ছেঁড়া কানি, সারা গায়ে ধূলি।সারাদিনের অনাহারে শুষ্ক বদনখানিক্ষিদের জ্বালায় ক্ষুণ্ণ, তাতে জ্বরের ধুকধুকানি।অযতনে বাছাদের হায়, গা গিয়েছে ফেটে,খুদ-ঘাঁটা তাও জোটে নাকো’ সারাটি দিন…