ভাষার লড়াই
ভাষার জন্য লড়াই করেদিয়েছে যাঁরা প্রাণ,ভুলবো নাকো কোন দিনওরাখবো তাঁদের মান।বাংলা আমার মায়ের ভাষাবাংলা আমার সুর,বাংলা ভাষায় কথা বলিলাগে ভাই সু-মধুর।
ভাষার জন্য লড়াই করেদিয়েছে যাঁরা প্রাণ,ভুলবো নাকো কোন দিনওরাখবো তাঁদের মান।বাংলা আমার মায়ের ভাষাবাংলা আমার সুর,বাংলা ভাষায় কথা বলিলাগে ভাই সু-মধুর।
মোদের গরব, মোদের আশা,আ-মরি বাংলা ভাষা!তোমার কোলে,তোমার বোলে,কতই শান্তি ভালোবাসা!কি যাদু বাংলা গানে!গান গেয়ে দাঁড় মাঝি টানে,গেয়ে গান নাচে বাউল,গান গেয়ে ধান কাটে চাষা!বিদ্যাপতি, চণ্ডী, গোবিন্,হেম, মধু, বঙ্কিম, নবীন-ঐ ফুলেরই…
দোয়েল কোয়েল ময়না কোকিলসবার আছে গানপাখির গানে পাখির সুরেমুগ্ধ সবার প্রাণ।সাগর নদীর ঊর্মিমালারমন ভোলানো সুরনদী হচ্ছে স্রোতস্বিনীসাগর সমুদ্দুর।ছড়ায় পাহাড় সুরের বাহারঝরনা-প্রকৃতিতেবাতাসে তার প্রতিধ্বনিগ্রীষ্ম-বর্ষা-শীতে।গাছের গানে মুগ্ধ পাতামুগ্ধ স্বর্ণলতাছন্দ-সুরে ফুলের সাথেপ্রজাপতির কথা।ফুল…