ঢাকাই ছড়া
বলছি শোনো কী ব্যাপার ডাকল আমায় পদ্মাপার আধ ঘণ্টা আকাশ পাড়ি তারই জন্যে কী ঝকমারি।অবশেষে পেলেম ছাড়াবিমানেতে ওঠার তাড়া।পেয়ে গেলেম যেমন চাই বাতায়নের ধারেই ঠাঁই।এই কি সেই পদ্মা নদী সিন্ধুসম যার অবধি? আঁকাবাঁকা জলের রেখা পালতোলা নাও…
বলছি শোনো কী ব্যাপার ডাকল আমায় পদ্মাপার আধ ঘণ্টা আকাশ পাড়ি তারই জন্যে কী ঝকমারি।অবশেষে পেলেম ছাড়াবিমানেতে ওঠার তাড়া।পেয়ে গেলেম যেমন চাই বাতায়নের ধারেই ঠাঁই।এই কি সেই পদ্মা নদী সিন্ধুসম যার অবধি? আঁকাবাঁকা জলের রেখা পালতোলা নাও…
যাচ্ছ কোথা?চাংড়িপোতা।কিসের জন্য?নেমন্তন্ন।বিয়ের বুঝি?না, বাবুজি।কিসের তবে?ভজন হবে।শুধুই ভজন?প্রসাদ ভোজন।কেমন প্রসাদ?যা খেতে সাধ।কী খেতে চাও?ছানার পোলাও।ইচ্ছে কী আর?সরপুরিয়ার।আঃ কী আয়েশরাবড়ি পায়েস।এই কেবলি?ক্ষীর কদলী।বাঃ কী ফলার!সবরি কলার।এবার থামো।ফজলি আমও।আমিও যাই?না, মশাই।