আমি কোনো আগন্তুক নই

আসমানের তারা সাক্ষীসাক্ষী এই জমিনের ফুল, এইনিশিরাইত বাঁশবাগান বিস্তর জোনাকি সাক্ষীসাক্ষী এই জারুল জামরুল, সাক্ষীপুবের পুকুর, তার ঝাকড়া ডুমুরের ডালে স্থির দৃষ্টিমাছরাঙা আমাকে চেনেআমি কোনো অভ্যাগত নইখোদার কসম আমি ভিনদেশি…

স্বদেশ

এই যে নদীনদীর জোয়ারনৌকা সারে সারে,একলা বসে আপন মনেবসে নদীর ধারে-এই ছবিটি চেনা।মনের মধ্যে যখন খুশিএই ছবিটি আঁকি,এক পাশে তার জারুল গাছেদুটি হলুদ পাখি-এমনি পাওয়া এই ছবিটিকড়িতে নয় কেনা।মাঠের পরে…

হাটে যাব

হাটে যাব হাটে যাব ঘাটে নেই নাও নি-ঘাটা নায়ের মাঝি আমায় নিয়ে যাও। নিয়ে যা নিয়ে যা কত কড়ি দেবে? কড়ি নেই কড়া নেই আর কিবা নেবে? সোনামুখে সোনা হাসি…