বঙ্গভূমি ও বঙ্গভাষা
বাংলা আমার মাতৃভাষাবাংলা জন্মভূমি।গঙ্গা পদ্মা যাচ্ছে ব’য়ে,যাহার চরণ চুমি।ব্রহ্মপুত্র গেয়ে বেড়ায়,যাহার পূণ্য-গাথা!সেই-সে আমার জন্মভূমি,সেই সে আমার মাতা!আমার মায়ের সবুজ আঁচলমাঠে খেলায় দুল!আমার মায়ের ফুল-বাগানে,ফুটছে কতই ফুল!শত শত কবি যাহারগেয়ে গেছে…