সবার সুখে
সবার সুখে হাসব আমি কাঁদব সবার দুখে,নিজের খাবার বিলিয়ে দেব অনাহারীর মুখে।আমার বাড়ির ফুল-বাগিচা, ফুল সকলের হবে,আমার ঘরে মাটির প্রদীপ আলোক দিবে সবে।আমার বাড়ি বাজবে বাঁশি, সবার বাড়ির সুর,আমার বাড়ি সবার বাড়ি রইবে না ক দুর।…
সবার সুখে হাসব আমি কাঁদব সবার দুখে,নিজের খাবার বিলিয়ে দেব অনাহারীর মুখে।আমার বাড়ির ফুল-বাগিচা, ফুল সকলের হবে,আমার ঘরে মাটির প্রদীপ আলোক দিবে সবে।আমার বাড়ি বাজবে বাঁশি, সবার বাড়ির সুর,আমার বাড়ি সবার বাড়ি রইবে না ক দুর।…
আমার বাড়ি যাইও ভোমর,বসতে দেবো পিঁড়ে,জলপান যে করতে দেবোশালি ধানের চিড়ে।শালি ধানের চিড়ে দেবো,বিন্নি ধানের খই,বাড়ির গাছের কবরি কলা,গামছা-বাঁধা দই।আম-কাঁঠালের বনের ধারেশুয়ো আঁচল পাতি,গাছের শাখা দুলিয়ে বাতাসকরব সারা রাতি।গাই দোহনের…
আয় ছেলেরা আয় মেয়েরা, ফুল তুলিতে যাই, ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যাই। ঝড়ের দিনে মামার দেশে আম কুড়াতে সুখ, পাকা জামের মধুর রসে রঙিন করি মুখ। (সংক্ষেপিত)