কোন দেশে

কোন্ দেশেতে তরুলতা          সকল দেশের চাইতে শ্যামল?কোন্ দেশেতে চলতে গেলেই          দলতে হয় রে দুর্বা কোমল?কোথায় ফলে সোনার ফসল,          সোনার কমল ফোটে রে?সে আমাদের বাংলাদেশ,          আমাদেরই বাংলা রে!কোথায় ডাকে দোয়েল-শ্যামা          ফিঙে নাচে গাছে গাছে?কোথায় জলে মরাল…

পালকির গান

পালকি চলে!পালকি চলে!গগন তলেআগুন জ্বলে!স্তব্ধ গাঁয়েআদুল গায়েযাচ্ছে কারারৌদ্রে সারা!ময়রা মুদিচক্ষু মুদি,পাটায় বসেঢুলছে কষে!দুধের চাঁছিশুষছে মাছি,-উড়ছে কতকভনভনিয়ে।-আসছে কারাহনহনিয়ে?হাটের শেষেরুক্ষ বেশেঠিক দুপুরেধায় হাটুরে!কুকুরগুলোশুঁকছে ধুলো,-ধুঁকছে কেহক্লান্ত দেহ।গঙ্গা ফড়িংলাফিয়ে চলে;বাঁধের দিকেসূর্য ঢলে।পালকি চলে রে!অঙ্গ…