সবার আমি ছাত্র

আকাশ আমায় শিক্ষা দিল            উদার হতে ভাই রে,কর্মী হবার মন্ত্র আমি            বায়ুর কাছে পাই রে।পাহাড় শিখায় তাহার সমান-হই যেন ভাই মৌন-মহান,খোলা মাঠের উপদেশে-দিল-খোলা হই তাই রে।সূর্য আমায় মন্ত্রণা দেয়            আপন তেজে জ্বলতে,চাঁদ শিখাল…

সব পেয়েছির দেশে

গল্প না ভাই, কল্পনা নয়,স্বপন-বুড়ো এসেআমায় নিয়ে উধাও হোলোসব-পেয়েছির দেশে।স্বপন-বুড়োর লম্বা দাড়ি,পোষাকটি তার রং-বাহারী,আমায় নিয়ে দিচ্ছে পাড়িহাল্কা-হাওয়ায় ভেসে;সব-পেয়েছির দেশে রে ভাই,সব-পেয়েছির দেশে।স্বপন-বুড়ো, রসিক-চূড়োনিদ্-মহলের রাজা,থুরথুরে তার শরীর বটে,মনটি আজও তাজা;সব-পেয়েছির দেশে…