হেমন্ত

সবুজ পাতার খামের ভেতরহলুদ গাঁদা চিঠি লেখেকোন্ পাথারের ওপার থেকেআনল ডেকে হেমন্তকে?আনল ডেকে মটরশুঁটি,খেসারি আর কলাই ফুলেআনল ডেকে কুয়াশাকেসাঁঝ সকালে নদীর কূলে।সকাল বেলায় শিশির ভেজাঘাসের ওপর চলতে গিয়েহাল্কা মধুর শীতের…

জন্মেছি এই দেশে

অনেক কথার গুঞ্জন শুনিঅনেক গানের সুরসবচেয়ে ভাল লাগে যে আমার‘মাগো’ ডাক সুমধুর। আমার দেশের মাঠের মাটিতেকৃষাণ দুপুরবেলাক্লান্তি নাশিতে কন্ঠে যে তারসুর লয়ে করে খেলা। মুক্ত আকাশে মুক্ত মনেরসেই গান চলে ভেসেজন্মেছি মাগো…

আজিকার শিশু

আমাদের যুগে আমরা যখন খেলেছি পুতুল খেলাতোমরা এ যুগে সেই বয়সেই লেখাপড়া কর মেলা।আমরা যখন আকাশের তলে ওড়ায়েছি শুধু ঘুড়িতোমরা এখন কলের জাহাজ চালাও গগন জুড়ি।উত্তর মেরু, দক্ষিণ মেরু সব…

জাগো তবে অরণ্য কন্যারা

মৌসুমি ফুলের গান মোর কণ্ঠে জাগে নাকো আরচারিদিকে শুনি হাহাকার ।ফুলের ফসল নেই, নেই কারো কণ্ঠে আর গানক্ষুধার্ত ভয়ার্ত দৃষ্টি প্রাণহীন সব মুখ ম্লান।মাটি অরণ্যের পানে চায়সেখানে ক্ষরিছে স্নেহ পল্লবের…

ছোটন ঘুমায়

গোল কোরো না গোল কোরো নাছোটন ঘুমায় খাটে।এই ঘুমকে কিনতে হলনওয়াব বাড়ির হাটে।সোনা নয় রুপা নয়দিলাম মোতির মালাতাই তো ছোটন ঘুমিয়ে আছেঘর করে উজালা।

মোদের বাংলা ভাষা

মোদের দেশের সরল মানুষকামার কুমার জেলে চাষাতাদের তরে সহজ হবেমোদের বাংলা ভাষা।বিদেশ হতে বিজাতীয়নানান কথার ছড়াছড়িআর কতকাল দেশের মানুষথাকবে বল সহ্য করি।যারা আছেন সামনে আজওগুনী, জ্ঞানী, মনীষীরাআমার দেশের সব মানুষেরএই…

ইতল বিতল

ইতল বিতল গাছের পাতাগাছের তলায় ব্যাঙের ছাতা।বৃষ্টি পড়ে ভাঙে ছাতাডোবায় ডুবে ব্যাঙের মাথা।

প্রার্থনা

তুলি দুই হাত করি মুনাজাতহে রহিম রহমানকত সুন্দর করিয়া ধরণীমোদের করেছ দান,গাছে ফুল ফলনদী ভরা জলপাখির কন্ঠে গানসকলি তোমার দান৷মাতা, পিতা, ভাইবোন ও স্বজনসব মানুষেরাসবাই আপনকত মমতায়মধুর করিয়াভরিয়া দিয়াছ প্রাণ৷তাই…