ইচ্ছা

মনারে মনা কোথায় যাস?
বিলের ধারে কাটবো ঘাস।
ঘাস কি হবে?
বেচবো কাল,
চিকন সুতোর কিনবো জাল।
জাল কি হবে?
নদীর বাঁকে,
মাছ ধরবো ঝাঁকে ঝাঁকে।