মানুষ যখন প্রথম উট দেখল তখন আঁৎকে উঠে কয়েক পা পিছিয়ে গেল। উটের বিরাট বড় দেহ দেখে তাদের কি ভয়টাই না হয়েছিল। ভয়ে তারা তার কাছ থেকে দৌড়ে পালাল।
পরে যখন মানুষ বুঝল একে দেখে ভয় পাবার কোন কারণ নেই, বড় নিরীহ প্রাণী, তখন তারা নির্ভয়ে উটের কাছে এগিয়ে এল।
ক্রমে মানুষ আরও বুঝতে পারল এই প্রাণীটির রাগটাগ বলেও কিছু নেই। তখন তারা একে তাচ্ছিল্যের চোখে দেখে, এর নাকে দড়ি লাগিয়ে পিঠে জিন চড়িয়ে নিজেদের ছেলেমেয়েদের তার ওপর বসিয়ে ঘুরে বেড়াতে পাঠাল।
উপদেশ: অন্তরঙ্গতা ভয় দূর করে।