একটি দাঁড়কাক ও অন্য কাকেরা

এক ছিল দাঁড়কাক। নিজের জাতভাইদের চেয়ে সে ছিল বেশ জমকালো আর বড়সড় দেখতে। তাই সে একদিন জাতভাইদের অবহেলা করে বড় কাকদের কাছে গেল।

গিয়ে বললো, “ভাই আমি তোমাদেরই একজন, আমাকে তোমাদের দলে নাও।” কাকের দল দেখল তাদের সঙ্গে এর কোন কিছুতেই মিল নেই, না চেহারায়, না গলার স্বরে।

অতএব কাকের দল, দাঁড়কাককে বলল, “যাও যাও, দূর হও এখান থেকে—মেলা ফ্যাচ্ ফ্যাচ্ না করে এখান থেকে মানে মানে কেটে পড়।”

কাকের দলের কাছে আঘাত পেয়ে দাঁড়কাকটা যখন তার জাতভাইদের কাছে ফিরে এল, তখন তারাও তাকে দূর দূর করে তাড়িয়ে দিল।

জাতভাইরা বলল, “তুমি আমাদের তুচ্ছ-তাচ্ছিল্য করে, ঘৃণা করে ত্যাগ করে গিয়েছিলে আবার আমাদের কাছে এসেছ, তোমার লজ্জা করছে না? দূর হয়ে যাও আমাদের সামনে থেকে!”

উপদেশ: নিজের বংশ পরিচয় দিতে কোনো সঙ্কোচ করতে নেই৷