খোকার শিকার

খোকা যাবে শিকার করতে
দূর গাঁয়ের বনে,
লাল জুতা লাল মোজা
দিলেন বাবা কিনে।
কী মারবে— কী করবে
অতটুকু ছেলে?
ব্যাঙ মারবে ছুঁতো মারবে
সামনে ধরে দিলে।