গাছ ও কুড়ুল

একবার একটি লোকের ঘর তৈরি করবার জন্যে প্রচুর গাছের দরকার পড়লো। গাছ কাটতে গেলে কুড়ুল দরকার। কুড়ুল তার কাছে রয়েছে কিন্তু কুড়ুলটার হাতল নেই। কী করবে?

সে জঙ্গলের দিকে চললো। সেখানে পৌছে দেখল অনেক গাছ রয়েছে। লোকটি গাছদের উদ্দেশ্যে বললো, “এখান থেকে একটা গাছ পেতে পারি কি?”

লোকটি কেন গাছ চায় সে কথা অবশ্য খুলে বলল না।

লোকটির কথা শুনে গাছেরা নিজেদের মধ্যে বলাবলি করতে লাগলো, “লোকটা যখন একটা গাছ চাইছে তখন তাকে দিয়ে দেওয়া হোক না—ছোট্ট একটা গাছ পেলেই তো ওর চলে যাবে।”

এরপর ছোট্ট একটা গাছ নিয়ে লোকটা বাড়ি এল। এসেই সেই গাছ দিয়ে তার কুড়ুলের হাতল তৈরি করে নিল।

আর কি—এবার সেই হাতল লাগানো কুড়ুল কাঁধে করে হাজির হল সেই জঙ্গলে। সেখানে লোকটির মনের মত বড় বড় সব গাছ ছিল। গিয়েই একে একে কাটতে শুরু করলো সব গাছ।

তাই না দেখে গাছগুলো নিজেদের মধ্যে বলাবলি করতে লাগলো, “লোকটাকে যদি আমরা ছোট্ট গাছটা না দিতাম তা হ’লে আমাদের আজ আর এমন দশা হ’তো না। কিন্তু এখন আর এসব বলে লাভ নেই৷”

কয়েকদিনের মধ্যেই লোকটার কুড়ুলের ঘায়ে গাছগুলি সব সাবাড় হয়ে গেল।

উপদেশ: কোন কাজ করার আগে ভেবে করা উচিত, নয়তো বিপদ হতে পারে।