টেকোর দার্শনিকতা

একদা এক গ্রামে একজন ধনী লোক ছিল। তার মাথায় ছিল মস্তবড় টাক। চুল-টুল একদম ছিল না। ফলে টাক মাথায় তার বাইরে বেরোতে খুবই লজ্জা লাগত।

কিন্তু শুধুই ঘরে বসে থাকলে তো চলে না। তাই সে পরচুলা দিয়ে মাথা ঢেকে রাস্তায় বেরোতে লাগল।

একদিন হয়েছে কি, ঘোড়ায় চড়ে সে যখন শহরের দিকে যাচ্ছিল তখন হঠাৎ এক দমকা হাওয়ায় পরচুলোটা খসে পড়ল। আর তার মস্ত বড় টাকটা বেরিয়ে পড়ল।

সেখান দিয়ে তখন কয়েকজন লোক যাচ্ছিল। তারা ধনী লোকটির ঐ অবস্থা দেখে হো হো করে হেসে উঠল।

ধনী লোকটি বুদ্ধিমান ছিল। এতে সে একটুও চটল না৷ না চটে সে ইচ্ছে করে নিজেই মুখ বিকৃত করে হাসতে হাসতে বলল-

“আমার নিজের মাথার চুলই আমি ধরে রাখতে পারি না, তা পরের মাথার চুল রাখবো কি করে বলো?”

এই কথা শুনে পথচারীদের হাসি থেমে গেল। তারা ধনী ব্যক্তিটির সঙ্গে বন্ধুত্ব স্থাপন করল।

উপদেশ: লজ্জার ব্যাপার-স্যাপার হেসে উড়িয়ে দিতে হয়।