পূজারী বাহন মাত্র

একদিন এক পূজারী বামুন শালগ্রাম শিলা কাঁধে নিয়ে যজমান বাড়ি যাচ্ছেন, এমন সময়ে পথের মাঝে তাঁর ভয়ানক মলত্যাগের বেগ হল।

অগত্যা সেই শালগ্রাম তিনি পাশে গাছের কাছে রেখেই অন্য এক গাছের আড়ালে বসে পড়লেন। সেই পূজারী বামুন রাজবাড়িতেও পূজো করতেন।

ব্রাহ্মণের ভাগ্য মন্দ ঠিক সেই সময় মহারাজ কৃষ্ণচন্দ্র যাচ্ছিলেন সেই পথে। রাজা দেখলেন পূজারী-ঠাকুর নারায়ণ রেখে গাছের পিছনে বসে মলত্যাগ করছেন।

রাজা পূজারী ঠাকুরকে চিনতে পেরেই চলে গেলেন রাজবাড়িতে। সেইসময় সেই পথ দিয়ে এক প্রতিবেশীও যাচ্ছিল।

সে বামুনের কথা রাজাকে বলতে পরদিন পূজারী যখন রাজবাড়িতে পূজা করতে এসেছেন, তখন রাজার আদেশ শুনে তিনি হতবাক।

পূজারী শালগ্রাম অপবিত্র করেছেন, এ পাপের শাস্ত্রমত প্রায়শ্চিত্ত তিনি যতদিন না করবেন, ততদিন আর রাজবাড়ির বিগ্রহের পূজা করতে তিনি পারবেন না।

এমন কি, পূর্বের মত অন্য যজমানদের বাড়ি পূজা-অর্চ্চনা ক’রেছেন তিনি।—এমন কথা যদি রাজা জানতে পারেন, তাহ’লে কঠোর দণ্ড দেওয়া হবে পূজারীকে।

পূজারী বামুন পূজা না করেই কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে গেলেন। শালগ্রাম কলুষিত করার প্রায়শ্চিত্ত একটা ব্যয় সাধ্য ব্যাপার। গরীব বামুন কোথায় পাবেন অত টাকা? টাকা না হলে কি করে হবে।

ব্রাহ্মণকে কাঁদতে দেখে সকলেরই দয়া হল তার উপরে, কিন্তু রাজার কাছে তার হয়ে দু’কথা বলবার সাহস কারও হলও না। সকলে গোপালের কাছে যেতে বলল, একটা উপায় গোপাল বের করবেই।

শেষে ব্রাহ্মণ গিয়ে কেঁদে কেটে ধরলেন গোপালকে। রাজার একান্ত প্রিয়পাত্র ওই গোপাল, রাজাকে যদি কিছু বলতে হয়, তবে গোপালকে দিয়ে বলানোই ভালও। গোপাল ছাড়া বামুনের আর কোনও উপায় নাই।

গোপাল বললে, “দু’চার দিন ধৈর্য্য ধরে থাকুন ঠাকুর মশাই, সুযোগ না এলে কথা কয়ে লাভ হবে না। আমি এর একটা বিহিত করতে পারব আশা করছি।

আপনি নিশ্চিন্ত মনে বাড়ি যান। আপনার কথা আমার মনে থাকবে। সময় সুযোগ না হলে রাজাকে বলে কিছুই লাভ হবে না।” এই বলে গোপাল তখনকার মত বামুন ঠাকুরকে বিদায় দিল।

দুই-একদিন পরেই রাজা একদিন ঘোড়ার গাড়িতে বেড়াতে বেরিয়েছেন। গোপালও সঙ্গে আছে। শীতের অপরাহ্ন খানিকটা বৃষ্টিও হয়েছে, গরম শালে সর্বাঙ্গ ঢেকেও রাজা মাঝে-মাঝে শীতে কাঁপছেন।

এমন সময়ে হঠাৎ গাড়ির ঘোড়াটা মলত্যাগ করলে। অমনি গোপাল হতাশভাবে ব’লে ফেললে, “কি সর্বনাশ!”

রাজা অবাক হয়ে বললেন, “কি সর্বনাশ?”

গোপাল বললে, “সর্বনাশ নয়? এই শীতের সন্ধ্যায় এখন স্নান ক’রে মরতে হবে মহারাজকেও, আমাকেও। গরম-শাল, জামাও কাচতে হবে। দেখছেন না, গাড়ির ঘোড়াটা মলত্যাগ ক’রে আমাদের অশুচি করে দিলে।

এখন কি করা যায় ভেবে দেখুন, মহারাজ।”

মহারাজ সবিস্ময়ে বললেন, “ঘোড়া মলত্যাগ করেছে, তাতে আমরা অশুচি হবো কেন, আমি ত কিছু বুঝতে পারছি না।”

গোপাল তখনই উত্তর দিলে, “তাহলে ব্রাহ্মণ মলত্যাগ করাতে নারায়ণ অশুচি হলেন কেন? ঘোড়াও যেমন বাহন মাত্র, ব্রাহ্মণও তেমনি দেবতার বাহন ছিল মাত্র। তার কি অপরাধ হল বলুন?”

রাজা বুদ্ধিমান ব্যক্তি। গোপালের কথা শুনে তিনি অনেক চিন্তা করলেন। তারপর বললেন, “তুমি যা বললে, সেটা ন্যায়শাস্ত্রের হিসাবে সঙ্গত বটে, কিন্তু হিন্দুর ধর্ম-সংস্কার অনুযায়ী সঙ্গত নয়।

মানুষে আর পশুতে সব বিষয়েই পার্থক্য আছে। যাই হোক্ ব্রাহ্মণ যে বাধ্য হয়েই ঐ রকম অবস্থায় মলত্যাগ করেছিল, তা আমি বুঝতে পারছি।

প্রায়শ্চিত্ত তাকে করতে হবেই, তবে তার ব্যয় আমি দেবো। তুমি তাকে কালই প্রায়শ্চিত্ত ক’রে আবার যথারীতি পূজা করতে বল।

তোমাকে বুদ্ধিতে হারাতে পারব না, তবে নিশ্চয় বামুন ঠাকুর তোমাকে এর জন্য ঘুষ দিয়েছে আমার মনে হচ্ছে।”

গোপাল কানে হাত দিয়ে বলে, “রাম রাম! এ কথা বলবেন না মহারাজ। ঘুষ কেবল মহারাজের কাছে নিই, তাই বলে গরীব মানুষের কাছে ঘুষ নেব সে মতি যেন কোনওদিন না হয় হুজুর।

এই বামুন ঠাকুর খুব গরিব কিনা । ভগবান আপনার মঙ্গল করুন।”