একবার হাত-পা, কান, চোখ—শরীরের সবকটি মিলে একটা দল গড়ে আন্দোলন শুরু করলো। তারা শ্লোগান দিতে লাগলো—যার মানে হল এইরকম—
আমরা সবাই সব সময় কাজ করি, পরিশ্রম করি। কিন্তু পেট কোনো কিছু না করে নিশ্চিন্তে কুঁড়ের মত বসে থাকে আর আমরা বোকার মত তার সেবা করে থাকি, এটা চলতে দেওয়া হবে না।
এসো আজ থেকে আমরা প্রতিজ্ঞা করি পেটকে আর আমরা সাহায্য করব না।
এই আন্দোলনের ফলে তারা সকলেই কর্মবিরতি পালন করতে লাগলো। পা আর খাবারের জায়গায় যায় না, হাত আর মুখে খাবার তুলে দেয় না। মুখ আর খায় না।
দাঁত আর খাবার চিবোয় না, এরা সবাই মিলে পেটকে জব্দ করতে তিন-চার দিন একই রকম বয়কট আন্দোলন করতেই নিজেরা সব নিস্তেজ হয়ে পড়ল। কারো আর নড়বার শক্তিটুকু পর্যন্ত রইলো না৷
অবশেষে আন্দোলন উঠিয়ে নিল তারা। বুঝতে পারলো পেট বাইরে কোনো পরিশ্রম করে না বটে, কিন্তু সেও দেহের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ।
তাকে সেবা না করলে নিজেরাই দুর্বল হয়ে শক্তিহীন হতে হয়। পেট কাজ করে বলেই শরীরের অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গগুলি সচল ও সক্রিয় থাকে।
উপদেশ: বিধাতার সৃষ্টির সব কিছুরই এক একটি উদ্দেশ্য ও প্রয়োজন আছে।