প্রতিকার

একবার পৃথিবীতে যেসব নদী আছে তারা সকলেই জোট বাঁধল। তারা একদিন একজোট হয়ে সমুদ্রের কাছে গিয়ে সমুদ্রকে দোষারোপ করে বলল-

“এ কেমন ব্যবহার আপনার, আমরা পরিষ্কার খাবার জল নিয়ে আপনার কাছে এলেই আপনি তা পান করবার অযোগ্য—লোনা করে দেন কেন?”

নদীগুলির এই অভিযোগ শুনে সমুদ্র বলল, “এর প্রতিকার তো তোমাদের হাতেই আছে। এক কাজ কর, তোমরা এবার থেকে আর আমার কাছে এসো না; তাহলে তোমাদের জল আর লোনা হবে না৷

উপদেশ: সত্যিকারের বন্ধু ও নিকট আত্মীয়দের দোষারোপ করা উচিত নয়।