একদা এক দেশে অনেক ব্যাঙ থাকত। তাদের কোনো রাজা ছিল না। ফলে ব্যাঙেদের মনে মনে খুব দুঃখ হতো।
একদিন ব্যাঙেরা দলবদ্ধ হয়ে দেবতা জিউসের কাছে গিয়ে করজোড়ে নিবেদন করল, “আমাদের শাসন ও পালন করার জন্যে কোনো রাজা নেই, একজন রাজা দিন আমাদের৷”
দেবতা জিউস ব্যাঙেদের নিরীহ জীব দেখে বেশ বড় একটা কাঠ জলে ফেলে দিয়ে বললেন, “এই নাও তোমাদের রাজা।”
কাঠখানা ঝপ্ করে জলে পড়ার শব্দে ব্যাঙেরা ভয় পেয়ে একেবারে জলের তলায় ডুব দিল। কিন্তু কিছুক্ষণ বাদে তারা লক্ষ্য করল কাঠটা কিছু করল না। ফলে তাদের ভয় ধীরে ধীরে কেটে যেতে লাগল।
তারা আস্তে আস্তে সেই কাঠটার কাছাকাছি এল। তাতে ও সেটা কিছু করছে না দেখে তারা কাঠটার ওপর উঠে ধেই ধেই করে নাচতে শুরু করল। কাঠটি তাতেও নীরব ও নিশ্চল রইল।
ব্যাঙেরা বললো, “ধেৎতেরি! এটা কি আবার রাজা হল! আবার আমরা যাই জিউসের কাছে৷” সবাই মিলে তাই আবার দল বেঁধে জিউসের কাছে গেল।
এবার কিন্তু জিউস তাদের আপত্তি শুনে ভারি রেগে গেল। এবার পাঠালো একটা জল ঢোঁড়া সাপ। সাপটা এসেই এক একটা করে প্রায়ই ব্যাঙ ধরতে লাগল আর গপাগপ গিলতে লাগল।
উপদেশ: যেমন চাওয়া তেমনি পাওয়া৷