একদা এক গ্রামের পাশের একটি গাছে একদল বানর বাস করতো। একদিন বানর দল একটা ঘণ্টা খুঁজে পেলো। ঘণ্টাটি মনের সুখে বাজাতে থাকলো তারা।
একনাগাড়ে ঘণ্টার শব্দ শুনে ভয় পেলো গ্রামবাসী। তারা ভাবলো, এইটা মনে হয় কোনো বিপদের আভাস। তাই সবাই দোআ পড়তে শুরু করলো।
কিন্তু গ্রামের একটি মহিলা ভয় পেলো না। সে এক ঝুড়ি ফল নিয়ে শব্দটা অনুসরণ করতে করতে সেই গাছের কাছে গেলো।
গাছের নিচে ফলে ঝুড়িটা রাখলো সে। এক ঝুড়ি ফল পেয়ে বানর দল ঘণ্টা ফেলে ফল খাওয়ার জন্য ঝাঁপিয়ে পড়লো।
এই সুযোগে মহিলাটি ঘণ্টা নিয়ে গ্রামে ফিরে গেলো। গ্রামের সকলে বেশ খুশি হলো এবং মহিলাটাকে বাহবা দিলো।
শিক্ষা: সঠিক কাজে করতে কখনো ভয় পাবেনা