বিড়াল হাসে গাছের ডালে

বিড়াল হাসে গাছের ডালে
ইঁদুর হাসে রাতের কালে
পাখি হাসে রাঙা ঠোঁটে,
খোকার মুখেও হাসি ফোটে।
নাচিয়ে খুকীর কান
হাসির চোটে দেয় জুড়ে সব
রাগ-রাগিনীর গান।