একদা এক ডাঁশ ছিল। সে একদিন উড়ে এসে বসল এক ষাঁড়ের শিং-এর উপর।
কিছুক্ষণ সেখানে বসে থাকবার পর ডাঁশটি ষাঁড়কে বলল, “ভাই, তোমার শিং-এ আমি অনেকক্ষণ ধরে বসে আছি, তোমার কষ্ট হচ্ছে না তো? আমি কি এখন উড়ে চলে যাব?”
ষাঁড়টি তখন গম্ভীর স্বরে বলল, “কে তুমি? আর কখনই বা তুমি আমার শিং-এর ওপরে এসে বসেছো? টের পাইনি তো!”
উপদেশ: তুচ্ছ ব্যক্তিদের থাকা না থাকায় কিছুই যায় আসে না।