একদিন একদল শিকারি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলো। পথে তারা একটি শিয়াল দেখতে পেলো।
শিয়ালটিকে ধরার জন্য শিকারিরা তাকে তাড়া করলো। প্রাণ বাঁচাতে শিয়ালটি প্রাণপণে দৌড়াতে লাগলো। দৌড়াতে দৌড়াতে সে একটি কাঠুরের বাসা দেখতে পেলো।
কাঠুরের বাসায় গিয়ে শিয়াল বললো, “আমাকে শিকারি দল তাড়া করেছে। দয়া করে আমাকে একটু আশ্রয় দিন।”
কাঠুরে শিয়ালকে বাসায় ঢুকতে দিলো এবং একটি ড্রামে ভেতরে লুকিয়ে রাখলো। শিকারি দল শিয়ালকে খুঁজতে খুঁজতে কাঠুরের বাসায় আসলো।
কাঠুরের পুরো বাসা তন্নতন্ন করে খুঁজেও তারা শিয়ালকে পেলো না। অবশেষে শিকারি দল ফিরে গেলো।
কাঠুরে ড্রামের ভেতর থেকে শিয়ালকে বের করলো। শিয়াল কাঠুরের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে নিজের বাসায় ফিরে গেলো।
শিক্ষা: অন্যের ক্ষতি করতে নেই; বরং উপকার করতে হয়