بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ
বিসমিল্লাহির রাহমানির রাহিম
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
وَٱلْعَٰدِيَٰتِ ضَبْحًا
ওয়াল ‘আ-দিয়া-তি দাবহা-
শপথ উর্ধ্বশ্বাসে চলমান অশ্বসমূহের,
فَٱلْمُورِيَٰتِ قَدْحًا
ফাল মূরিয়া-তি ক্বদহা-
অতঃপর ক্ষুরাঘাতে অগ্নিবিচ্ছুরক অশ্বসমূহের
فَٱلْمُغِيرَٰتِ صُبْحًا
ফাল মুগীরা-তি সুবহা-
অতঃপর প্রভাতকালে আক্রমণকারী অশ্বসমূহের
فَأَثَرْنَ بِهِۦ نَقْعًا
ফাআছারনা বিহী নাক‘আ-
ও যারা সে সময়ে ধুলি উৎক্ষিপ্ত করে
فَوَسَطْنَ بِهِۦ جَمْعًا
ফাওয়াছাতানা বিহী জাম‘আ-
অতঃপর যারা শক্রদলের অভ্যন্তরে ঢুকে পড়ে
إِنَّ ٱلْإِنسَٰنَ لِرَبِّهِۦ لَكَنُودٌ
ইন্নাল ইনছা-না লিরাব্বিহী লাকানূদ
নিশ্চয় মানুষ তার পালনকর্তার প্রতি অকৃতজ্ঞ।
وَإِنَّهُۥ عَلَىٰ ذَٰلِكَ لَشَهِيدٌ
ওয়া ইন্নাহূ‘আলা-যা-লিকা লাশাহীদ
এবং সে অবশ্য এ বিষয়ে অবহিত
وَإِنَّهُۥ لِحُبِّ ٱلْخَيْرِ لَشَدِيدٌ
ওয়া ইন্নাহূলিহুব্বিল খাইরি লাশাদীদ
এবং সে নিশ্চিতই ধন-সম্পদের ভালবাসায় মত্ত।
أَفَلَا يَعْلَمُ إِذَا بُعْثِرَ مَا فِى ٱلْقُبُورِ
আফালা-ইয়া‘লামুইযা-বু‘ছিরা মা-ফিল কুবূর
সে কি জানে না, যখন কবরে যা আছে, তা উত্থিত হবে
وَحُصِّلَ مَا فِى ٱلصُّدُورِ
ওয়া হুসসিলা মা-ফিসসুদূর
এবং অন্তরে যা আছে, তা অর্জন করা হবে?
إِنَّ رَبَّهُم بِهِمْ يَوْمَئِذٍ لَّخَبِيرٌۢ
ইন্না রাব্বাহুম বিহিম ইয়াওমাইযিল্লাখাবীর
সেদিন তাদের কি হবে, সে সম্পর্কে তাদের পালনকর্তা সবিশেষ জ্ঞাত।