সূরা আল-ক্বারিয়াহ / Surah Al-Qari’ah / القارعة

بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ

الْقَارِعَةُ

مَا الْقَارِعَةُ

وَمَا أَدْرَاكَ مَا الْقَارِعَةُ

يَوْمَ يَكُونُ النَّاسُ كَالْفَرَاشِ الْمَبْثُوثِ

وَتَكُونُ الْجِبَالُ كَالْعِهْنِ الْمَنفُوشِ

فَأَمَّا مَن ثَقُلَتْ مَوَازِينُهُ

فَهُوَ فِي عِيشَةٍ رَّاضِيَةٍ

وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ

فَأُمُّهُ هَاوِيَةٌ

وَمَا أَدْرَاكَ مَا هِيَهْ

نَارٌ حَامِيَةٌ

বিসমিল্লাহির রাহমানির রাহিম

আল ক্বা-রি‘আহ

মাল ক্বা-রি‘আহ

ওয়ামাআদরা-কা মাল ক্বা-রি‘আহ

ইয়াওমা ইয়াকূনুন্না-ছুকাল ফারা-শিল মাবছূছ

ওয়া তাকূনুল জিবা-লুকাল‘ইহনিল মানফূশ

ফাআম্মা-মান ছাকুলাত মাওয়া-ঝীনুহূ

ফাহুওয়া ফী ‘ঈশাতির রা-দিয়াহ

ওয়া আম্মা-মান খাফফাত মাওয়াঝীনুহূ

ফাউম্মুহূহা-বিইয়াহ

ওয়ামাআদরা-কা মা-হিয়াহ

না-রুন হা-মিয়াহ

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।

করাঘাতকারী,

করাঘাতকারী কী?

করাঘাতকারী সম্পর্কে আপনি কি জানেন?

যেদিন মানুষ হবে বিক্ষিপ্ত পতংগের মত

এবং পর্বতমালা হবে ধুনিত রঙ্গীন পশমের মত।

অতএব যার পাল্লা ভারী হবে,

সে সুখী জীবন যাপন করবে।

আর যার পাল্লা হালকা হবে,

তার ঠিকানা হবে হাবিয়া।

আপনি জানেন তা কি?

প্রজ্জ্বলিত অগ্নি!

ক্বারিয়াহ অর্থ কিয়ামত। সূরা ক্বারিয়াহ-এর মাধ্যমে মহান আল্লাহ তায়াল কিয়াতমের দিনের কথা বলেছেন।

মহান আল্লাহ তায়াল বলেছেন যে, আমরা যদি নামাজ, রোযা, যাকাত ও হজ ঠিকঠাক পালন করি কিন্তু অন্যদের সাথে ভালো ব্যবহার না করি, মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর দেখানো নিয়মে না চলি তাহলে আমাদের নামাজ, রোযা, যাকাত ও হজ-এর  উপকারিতা কমে আসবে।