সূরা আল-ফালাক্ব / Surah Al-Falaq / الفلق

بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ

বিসমিল্লাহির রাহমানির রাহিম

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।

قُلۡ أَعُوذُ بِرَبِّ ٱلۡفَلَقِ

ক্বুল আউযু বিরাব্বিল ফালাক্ব

বলুন, আমি আশ্রয় গ্রহণ করছি প্রভাতের পালনকর্তার,

مِن شَرِّ مَا خَلَقَ

মিন শাররি মাখালাক্ব

তিনি যা সৃষ্টি করেছেন, তার অনিষ্ট থেকে,

وَمِن شَرِّ غَاسِقٍ إِذَا وَقَبَ

ওয়া মিন শাররি গাসিক্বিন ইযা অক্বাব

অন্ধকার রাত্রির অনিষ্ট থেকে, যখন তা সমাগত হয়,

وَمِن شَرِّ ٱلنَّفَّـٰثَـٰتِ فِى ٱلۡعُقَدِ

ওয়া মিন শাররিন নাফ্‌ফাসাতি ফিল্‌ উক্বদ

গ্রন্থিতে ফুঁৎকার দিয়ে জাদুকারিণীদের অনিষ্ট থেকে

وَمِن شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ

ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ

এবং হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে।