একদা এক রেস্টুরেন্টে চিচিবু নামের এক বাবুর্চি ছিলো। একদিন এক লোক চিচিবুর রেস্টুরেন্টে এসে বক পাখি অর্ডার করলো।
চিচিবু বক পাখি রান্না করে তাকে সার্ভ করলো। খেতে গিয়ে লোকটি দেখলো তাকে বক পাখির একটি মাত্র রান দেওয়া হয়েছে।
লোকটি রেগে চিচিবুকে ডাকলো, “চিচিবু, এইটা কী? বকের আরেকটা পা কোথায়?” চিচিবু উত্তর দিলো, “বকের তো একটাই পা হয়, স্যার।”
লোকটি চিচিবুকে জিজ্ঞেস করলো, “তুমি কি এটা প্রমাণ করতে পারবে?”
বকের একটাই পা, এইটা প্রমান করার জন্য চিচিবু লোকটিকে রেস্টুরেন্টের পাশের এক পুকুর ধারে নিয়ে গেলো। লোকটি দেখলো, একটি বক এক পায়ে দাঁড়িয়ে আছে।
লোকটি চিচিবুর কাছে ক্ষমা চাইলো এবং বললো, “আমি আর কখনোই হুটহাট রেগে যাবো না, চিচিবু।”
এমন সময় বকটি সেখান থেকে উড়ে গেলো এবং লোকটি বকের দুইটি পা-ই দেখতে পেলো। সে চিচিবুর দিকে কটমট করে তাকিয়ে বললো, “চিচিবু দেখো… সবার মতো বকেরও দুইটা পা।”
বিপদ বুঝতে পেরে চিচিবু তৎক্ষণাৎ উত্তর দিলো, “স্যার, আপনি আবারো হুটহাট রেগে যাচ্ছেন।”
লোকটি চিচিবুকে আর কিছু বলতে পারলো না।
শিক্ষা: ভেবেচিন্তে কথা বলা উচিত