ঈর্ষা

একবার একটি লোক বাড়িতে একটা তোতাপাখি কিনে আনলো। তোতাপাখিটি ছিল পোষমানা। লোকটি ভাবল, এই পোষমানা পাখিটি অনেক কাজে লাগবে এবং অনেক আনন্দ দেবে।

তখন শীতকাল ছিল। চিমনির ধারে বসে বাড়ির সবাই আরামে আগুন পোহাচ্ছিল। এমন সময় তোতাটা এসে বসল এক উঁচু জায়গায়। বসে বসে অনেক মজার কথা বলে বাড়ির লোকদের আনন্দ দিচ্ছিল।

এদিকে বাড়ির হুলো বেড়ালটা এইসব দেখে আর থাকতে না পেরে এগিয়ে এল। এগিয়ে এসে সে তোতা পাখির উদ্দেশ্যে বলল, “কে রে তুই? কোত্থেকেই বা উড়ে এসে জুড়ে বসলি এখানে।”

তোতাপাখিটি উত্তর দিল, “বাড়ির মালিক আমায় কিনে এখানে নিয়ে এসেছ।”

হুলোটি তখন বলল, “তোমার সাহস তো কম নয়! আমি এই বাড়িতে জন্মেছি, অনেকদিন ধরে এখানে আছি, তবু আমি একবার মিউ করে ডাকলেই বাড়ির লোকেরা আমায় লাঠি নিয়ে তাড়া করে আর তুমি সবে এই বাড়িতে এসেছ? আর এসেই এমন বক্ বক্ শুরু করেছো?”

হুলো বেড়ালের এই কথা শুনে তোতা পাখিটি বলল, “একটু ঘুরে এসো। তোমার মাথাটা ঠাণ্ডা হবে। আসল কথাটা তুমি আমার কাছেই শুনে রাখো।

আসল কথা হচ্ছে, তোমার গলার আওয়াজ শুনে বাড়ির লোকেরা বিরক্ত হয়। কিন্তু আমার গলার স্বরটা তাদের আনন্দ দেয়।”

উপদেশ: মনে ঈর্ষা রেখে কারও সমালোচনা করা উচিত নয়৷