একদা এক রাখাল একটা ভেড়াকে জবাই করে তার মাংস রান্না করে আত্মীয়-স্বজনদের সঙ্গে বসে স্ফূর্তি করে খাচ্ছিল।
একটা নেকড়ে হঠাৎ সেই পথ দিয়ে যাচ্ছিল। যেতে যেতে রাখাল ও তার আত্মীয়-স্বজনদের ভেড়ার মাংস খেতে দেখে নেকড়ে রাখালকে বলে উঠল-
“আমাকে যদি এই মাংস খেতে দেখতে তাহলে কতো হাঙ্গামাই না তুমি করতে! এখন তোমরাই তো ভেড়ার মাংস বেশ মজা করে খাচ্ছো!”
উপদেশ: নিজের দোষ না বিচার করে অন্যের দোষ ধরতে নেই।