পিছু লাগার ফল

একদা এক শিকারী কুকুর ছিল। শিকারী কুকুরটি এক সিংহের পেছন পেছন যাচ্ছিল, সিংহটা তার দিকে ফিরে যেই গর্জন করে উঠল অমনি সে ভয় পেয়ে সরে পড়ল।

এক খেঁকশিয়াল তাই না দেখে কুকুরটাকে বলল, “অপদার্থ, তুমি সিংহের পিছনে লাগতে যাচ্ছিলে, কিন্তু তার গর্জন সইতে পারলে না?”

উপদেশ: নিজের ক্ষমতার বাইরে কাজ করতে গেলে বিপদই ডেকে আনা হয়।