ভেড়ার পাল ও নেকড়ে বাঘ

একদা এক মাঠে অনেকগুলি ভেড়া চরে বেড়াত। আর সেই ভেড়াদের পাহারা দিত কয়েকটা তেজী কুকুর।

নেকড়েরা দূর থেকে দেখে কুকুরের ভয়ে আর তাদের কাছে আসতে সাহস পেত না। মনে মনে বড় ক্ষোভ তাদের।

একদিন তারা নিজেদের মধ্যে বলাবলি করতে লাগল—

“ঐ কুকুর ক’টাই আমাদের শত্রু, কোনোরকমে ওদের সরাতে পারলেই ব্যাস, আমাদের কেল্লা ফতে। কিন্তু কি করে সরানো যায়? সব সময়েই যে তারা ভেড়াগুলোর কাছে কাছে থাকে!”

নেকড়েদের যখন এইরকম মনের অবস্থা তখন কয়েকটা ভেড়াকে একান্তে পেয়ে তারা বলল, “ভাইরা, তোমরা আমাদের থেকে অমন দূরে দূরে থাক কেন বল তো?

আমরা তো তোমাদের সঙ্গে ভাব করতেই চাই! পারি না, কেবল ঐ শত্রু কুকুর ক’টার জন্যে। ওরা আমাদের দেখলেই ঘেউ ঘেউ করে তেড়ে আসে।

আর তা শুনলেই আমাদের দারুণ রাগ হয়ে যায়। ওদের বিদায় করে দাও ভাইরা, তাহলেই দেখবে তোমাদের সঙ্গে আমাদের বন্ধুত্ব গড়ে উঠবে।

ভেবে দেখো, কাদের সঙ্গে তোমাদের বন্ধুত্ব রাখা লাভের—ওরা আর কয়টি! ভাল করে দেখো, আমাদের দল কতো বড়।

আমাদের অনুরোধ তোমাদের জাত ভাইদের কাছে গিয়ে ভাল করে বুঝিয়ে বলো—দেখবে, বললেই তারা বুঝবে।”

বোকা ভেড়াগুলো, নেকড়েদের কথায় ভুলে কুকুরগুলোকে বিদায় করে দিল। এবার!

এবার নেকড়েদের রাস্তা পরিষ্কার। নেকড়েরা ভেড়াগুলোকে রক্ষকহীন অবস্থায় পেয়ে নিজেদের খুশিমত এক এক করে খেয়ে ফেলল।

উপদেশ: শত্রুর কথায় ভুলে বন্ধুদের বিদায় করতে নেই।