গোপাল একবার বরযাত্রী হয়ে বিয়ে বাড়ীতে গিয়েছিল। কনে পক্ষের একজন বয়স্ক-রসিক ব্যক্তি গোপালের সঙ্গে রসিকতা করার উদ্দেশ্যে বললে-
“এই যে গোপাল, তুমিও দেখছি বরযাত্রী হয়ে এসেছ। জানো তো আমাদের এখানে অনেক বাঁদর আছে। এখানে বাঁদরের অত্যাচার ভীষণ।
অবশ্য তোমার চেহারাও বাঁদরের মতো। বাঁদরদের মধ্যিখানে তোমাকে মানাবে ভাল, কি বলো? বাঁদর যদি কেউ ইতিপূর্বে না দেখে থাকে—–এ যাত্রায় বাঁদর দেখাও হয়ে যাবে। আর কলা খাওয়াও দেখবে।”
গোপাল তখন কনেপক্ষের সেই ভদ্রলোককে বলল, “মশাই, এর আগেও আমি ঢের বাঁদর দেখেছি—কিন্তু আপনার মতো এমন অসভ্য বাঁদর কোথাও কোন দিন দেখিনি!”
এবার ভদ্রলোক মুখের মাপমত জবাব পেয়ে একেবারেই চুপ।