একদিন এক রাজা তার রাজ সভায় এক জোকারকে নিয়ে আসলেন। জোকার রাজাসহ রাজ সভার অন্য সদস্যদের হাসাতো তাই রাজা তাকে অনেক পছন্দ করতেন।
হঠাৎ একদিন সিংহাসনের কাছে বেত্রাঘাতের শব্দ শুনতে পেলেন রাজা মশাই। এগিয়ে গিয়ে দেখলেন, রাজার প্রহরীরা জোকারকে বেত দিয়ে ইচ্ছেমতো পেটাচ্ছে।
রাজা জানতে চাইলেন, প্রহরীরা কেনো এমন করছেন? প্রহরীরা জানালো, জোকার সিংহাসনে বসেছিলো তাই তাকে শাস্তি দেওয়া হচ্ছে।
একথা শুনে জোকার কাঁদতে কাঁদতে রাজাকে বলে, “মহারাজা, আমি শুধু ৫ মিনিট বসেছি তাই-ই আমাকে বেত দিয়ে এত পেটানো হচ্ছে। আর আপনি তো সবসময়ই এই সিংহাসনে বসে থাকেন, কই আপনাকে তো কখনোই বেত্রাঘাত করতে দেখি না!”
জোকারের কথা শুনে রাজা মশাই তাকে রাজ সভা থেকে বের করে দিলেন এবং মন্ত্রীকে বললেন, “এমন বোকা লোক যেনো আমার রাজ সভায় আর না দেখি।”
শিক্ষা: বোকাদের সাথে বন্ধুত্ব করতে নেয়