খোকার ছড়া

ঊষা হলো খোকা বলে,
দাও না মাগো সেঁজে।
পাঠশালায় যায় সাথীরা সব,
আমায় বুঝি রেখে।
ঘুমের ঘোরে খোকা বলে দাওনা
মাগো সেঁজে,
মুচকি হেসে মায়ে বলে পাগল
আমার ছেলে।