তুলার পুতুল

একদা এক অভাবী লোক কিছু তুলা পড়ে পেলো। তুলাগুলো দিয়ে পুতুল বানিয়ে সে বাজারে বিক্রির সিদ্ধান্ত নিলো।

কাপড়ের ভেতরে তুলাগুলো সেলাই করে পুতুল বানিয়ে সেগুলো বিক্রির জন্য বাজারে নিয়ে গেলো লোকটি।

পুতুলগুলোর শরীর জুড়ে অনেক সেলাই ছিলো বলে বাচ্চারা সেগুলো পছন্দ করলো না। লোকটির কোনো বেচাবিক্রিও হলো না।

লোকটি মন খারাপ করে বাসায় ফিরে আসলো। রাতে হঠাৎ এক বামন লোকটির বাসায় আসলো।

দেখলো, পুতুল বিক্রি না হওয়ায় লোকটি কান্না করতে করতে ঘুমিয়ে গেছে। বামনের মায়া হলো। সে পুতুলগুলো অনেক সুন্দর করে দিলো।

সকালে বয়স্ক লোক পুতুলগুলো দেখে অনেক খুশি হলো। আবার পুতুলগুলো বিক্রির জন্য বাজারে নিয়ে গেলো।

এইবার সব পুতুল বিক্রি হয়ে গেলো। লোকটি খুশি মনে বাসায় ফিরে আসলো। বামনকে অনেক ধন্যবাদ জানালো।

বামন লোকটিকে বললো, “মনোযোগ দিয়ে কাজ করলে সবসময় কাজ ভালো হয়।”

শিক্ষা: আমাদের মনোযোগ দিয়ে কাজ করা উচিত