You are currently viewing blog-single.phpএকটি মোরগ ও একটি বায়ুনির্দেশক যন্ত্র

একটি মোরগ ও একটি বায়ুনির্দেশক যন্ত্র

একটি খামারে এক মোরগ ছিলো। সে নিজেকে নিয়ে বেশ গর্ববোধ করতো। একদিন খামারে একটি নতুন বায়ুনির্দেশক যন্ত্র দেখতে পেলো সে।

সেই বায়ুনির্দেশক যন্ত্রে একটি তীর ছিলো যেটি বায়ু প্রবাহের উল্টা দিকে মুখ করে থাকতো। তীরটিকে এক একবার এক একদিকে দেখে মোরগটি বেশ বিব্রত হতো, কেননা সে ভাবতো খামারের একদিক দিয়েই সবসময় বাতাস প্রবাহিত হয়।

মোরগটি বায়ুনির্দেশক যন্ত্রকে চ্যালেঞ্জ করলো কিন্তু যন্ত্রটি একইভাবে কাজ করে গেলো। এভাবেই দিন কেটে যাচ্ছিলো। হঠাৎ একদিন বায়ুনির্দেশক যন্ত্রের তীরের দিক থেকে ঝড় বইতে শুরু করলো।

সাথে সাথে বায়ুনির্দেশক যন্ত্রটির তীরের অবস্থান পরিবর্তন হয়ে গেলো। সেইদিন মোরগটি বুঝতে পারলো, বায়ুনির্দেশক যন্ত্রটি সঠিক ছিলো এবং যন্ত্রটিকে সে সম্মান করতে শুরু করলো।

শিক্ষা: সর্বদা অন্যের প্রতি বিনয় থাকলে নতুন কিছু শেখার সুযোগ থাকে