بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ
বিসমিল্লাহির রাহমানির রাহিম
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
قُلۡ أَعُوذُ بِرَبِّ ٱلنَّاسِ
ক্বুল আউযু বিরাব্বিন নাস
বলুন, আমি আশ্রয় গ্রহণ করছি মানুষের পালনকর্তার
مَلِكِ ٱلنَّاسِ
মালিকিন্নাস
মানুষের অধিপতির।
إِلَـٰهِ ٱلنَّاسِ
ইলাহিন্নাস
মানুষের মা'বুদের।
مِن شَرِّ الْوَسْوَاسِ الْخَنَّاسِ
মিন শাররীল ওয়াস ওয়াসিল খান্নাস
তার অনিষ্ট থেকে, যে কুমন্ত্রণা দেয় ও আত্মগোপন করে।
الَّذِي يُوَسْوِسُ فِي صُدُورِ النَّاسِ
আল্লাযি ইউওয়াস ইসু ফী সুদুরিন্নাস
যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে।
مِنَ الْجِنَّةِ وَ النَّاسِ
মিনাল জিন্নাতি ওয়ান নাস
জ্বিনের মধ্য থেকে অথবা মানুষের মধ্য থেকে।