সূরা আল-কাউসার / Surah Al-Kawthar / ٱلْكَوْثَر

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِي

إِنَّآ أَعْطَيْنَٰكَ ٱلْكَوْثَرَ

فَصَلِّ لِرَبِّكَ وَٱنْحَرْ

إِنَّ شَانِئَكَ هُوَ ٱلْأَبْتَرُ

বিসমিল্লাহির রাহমানির রাহিম

ইন্না আ’তাইনা-কাল কাওছার

ফাসালিল লিরাব্বিকা ওয়ানহার

ইন্না শা-নিআকা হুওয়াল আবতার

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।

নিশ্চয়ই আমি আপনাকে কাউসার (বা প্রভূত কল্যাণ) দান করেছি।

অতএব আপনার প্রতিপালকের উদ্দেশ্যে নামায আদায় করুন এবং কুরবানী করুন।

নিশ্চয় আপনার প্রতি বিদ্বেষ পোষণকারীই লেজকাটা, নির্বংশ।

ধরো, তোমার সবচেয়ে প্রিয় মানুষকে কেউ পঁচা কথা বলছে তখন তোমার কষ্ট লাগবে না? এই সূরাটি নাযিলের সময় এমনই একটা ঘটনা ঘটেছিলো।

মহানবী হজরত মুহাম্মদ (সা.) আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা ছিলেন। একদিন তাঁর ছোট ছেলেটিও মারা যান এবং মহানবীর কোনো ছেলে থাকে না।

তখন দুষ্ট লোকেরা তাঁকে পঁচা কথা বলতে শুরু করে। মহানবীকে কষ্ট দেয়। এমন সময় আল্লাহ এই সূরাটি নাযিল করেন।

এই সূরার মাধ্যমে মহান আল্লাহ তায়াল প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা.)-কে বলেন যে, তিনি যেনো দুষ্ট লোকদের কথায় কষ্ট না পান এবং আল্লাহ দুষ্ট লোকদের শাস্তির ব্যবস্থা করবেন।