পরিচয় (শিশু)
একটি মেয়ে আছে জানি, পল্লীটি তার দখলে,সবাই তারি পুজো জোগায় লক্ষ্মী বলে সকলে।আমি কিন্তু বলি তোমায় কথায় যদি মন দেহ—খুব যে উনি লক্ষ্মী মেয়ে আছে আমার সন্দেহ।ভোরের বেলা আঁধার থাকে, ঘুম যে কোথা ছোটে ওর—বিছানাতে…
একটি মেয়ে আছে জানি, পল্লীটি তার দখলে,সবাই তারি পুজো জোগায় লক্ষ্মী বলে সকলে।আমি কিন্তু বলি তোমায় কথায় যদি মন দেহ—খুব যে উনি লক্ষ্মী মেয়ে আছে আমার সন্দেহ।ভোরের বেলা আঁধার থাকে, ঘুম যে কোথা ছোটে ওর—বিছানাতে…
একদিন দেখিলাম উলঙ্গ সে ছেলেধুলি-'পরে বসে আছে পা-দুখানি মেলে।ঘাটে বসে মাটি ঢেলা লইয়া কুড়ায়েদিদি মাজিতেছে ঘটী ঘুরায়ে ঘুরায়ে।অদূরে কোমললোম ছাগবৎস ধীরেচরিয়া ফিরিতেছিল নদী-তীরে-তীরে।সহসা সে কাছে আসি থাকিয়া থাকিয়াবালকের মুখ চেয়ে…
কে ওই শোনাল মোরে আযানের ধ্বনি।মর্মে মর্মে সেই সুর, বাজিল কি সুমধুরআকুল হইল প্রাণ, নাচিল ধমনী।কি মধুর আযানের ধ্বনি!আমি তো পাগল হয়ে সে মধুর তানে,কি যে এক আকর্ষণে, ছুটে যাই…